কবিতাসুন্দরের অপেক্ষায়
কবিদেবী রায়
বিষয়অন্যান্য
Review This Poem

লাখো গুজব, মুন্ডু রাবণের বহুধা বিস্তৃত হয়ে
বিপরীত বাতাসের দিকে তীব্র বেগে ধায়,
একে মহিলা, তদোপরি নিয়মিতব সাঙ্গপাঙ্গসমেত—–
চালাতেন শিধুপান ও শেয়ারব্যবসা
——–ভাবা যায় ?

জীবন নয় হে, অতোই সোজা বা মসৃণ পথে
নিছক এক খাসা |
পুরুষরাজ, পুরুষ জমানায়,
যারা নানান ছলছুতোয় ছোঁক ছোঁক করে |
নেই নিস্তার,
যদি একবার
হড়কায় পা, বিশেষত যদি হন তিনি মহিলাসুন্দরী |
থাকে ধান্দা, প্রায় সকলেরই সুযোগমাত্র, এসো ছিন্ন করি |
যে জীবন ছিলো, ঙয়তো বা সুন্দরের অপেক্ষায়
একটানা ঠায় ! এই কবি তাকে, খুঁজিবে কোথায় |
——-তবে, সে কি আত্মহনন ?
——কি সেই পুঞ্জীভূত দহন ?

হাতে ফোরেন সিগারেটের প্যাকেট, সেই মধ্যবয়সিনী
স্থাপত্য, নিঃসঙ্গ একাকিনী
ঝাঁপিয়ে পড়তোই যতো সব মাংসের সন্ধানী |
এসব ঘটনা কবেকার—–জান কি তা ? যখন এই কবি, হায়
বসে লিখেছিলেন আরেক যুগের অন্নদামঙ্গল
নিখিল বন্দ্যোপাধ্যায়ের সেতার ‘মেঘ-আলাপ’ কানে
এসে যখন ধাক্কায় |
অথবা ভাবো
ঐ সেই মহিলা হাঁটুর শাড়ি তুলে যাচ্ছেন হেঁটে—-
তার দু’চোখে অশ্রুর কুয়াশা কেবল——

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments