বাংলা কবিতা, যতসম্ভব আমি কবিতা, কবি আমিনুল ইসলাম - কবিতা অঞ্চল
কবিতাযতসম্ভব আমি
কবিআমিনুল ইসলাম
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
উৎসর্গপ্রভাত চৌধুরী
লিখার স্থানবহরমপুর, মুর্শিদাবাদ
লিখার সময়০৯ জুলাই ২০২১
3.7/5 - (4 votes)

যতদূর জানি তোমার চেয়ে নগন্য
অথচ মেলে ধরেছি নিষ্পলক আকাশ~

আরও অনেক অজানা সমুদ্র হাঁটতে হবে

নিজেকে এগিয়ে রাখার কৌশল~
পা’য়ে চাকা বেঁধে নিলে গাছপালা পিছিয়ে যায়

যতদূর ঠিক সম্ভাবনা ততদূর নলকূপ বরাদ্দ
রেখেছে পাইপ

স্বচ্ছ জলের কাছে হাত পেতে জীবন ভিক্ষা চাই
বুন্দ বুন্দ টপকে পড়ে
একটি গ্লাস ছাপিয়ে গেলে নৌকো ভেসে ওঠে
তরান্বিত হই ~

দেহতত্ত্বের গানে ফসল ফলে
ফুল হাসে মৃত পাখিরাও জীবিত হয়ে ওঠে ~

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments