আমি যখন আকাশ পানে তাকিয়ে দেখি
অগণিত নক্ষত্র জ্বলছে।
তখন সেই তারার মাঝে
একটি তারায় তোমাকে খুজে পাই।
যে নক্ষত্রটা জ্বলন্ত অগ্নিশিখার মতো
ঝলমল ঝলমল করে জ্বলছে
সেই তারাটাই তুমি।
আমিও যার আলোক রশ্মিতে আলোকিত।
আমি যখন ব্যকুল হয়ে থাকি
একাকিত্বের মাঝে
তোমার ভালোবাসার গন্ধ তখন
আকুল করে তুলে।
নিস্তেজ থেকে কখন জানি স্বতেজ হয়ে যাই
তোমার নিরব ভালোবাসার ইঙ্গিত যখন পাই।
তুমি এভাবেই ভালোবেসে যেও
যদিও হয়ে যাও অন্য কারোর সাথী।