কবিতাআমি দেখে যেতে চাই
কবিশুভ দাস
কাব্যগ্রন্থলক্ষ্মীছাড়া
উৎসর্গনীলচিঠি
সম্পৃক্ততাতৃষ্ণা,প্রেম,অপেক্ষা,আক্ষেপ
লিখার স্থানবনগাঁ
লিখার সময়জানুয়ারি,২০২২ ইং
4/5 - (2 votes)

আমি দেখে যেতে চাই,
দেখে যেতে চাই,আমি।

তারে সহ্য করার ক্ষমতা
আর কে এমন রাখে!
যারে আমিই পাইনি
আমার কোনো মুমূর্ষ অবসাদে।

আমি শুনে যেতে চাই,
শুনে যেতে চাই,আমি।
তোমার প্রেমে খিদেয় কে ঠিক
আমার মতো শব্দ বিহীন কাঁদে!

তবু বেসেছি…বেসে গেছি
আর ভেসে গেছি,সে গভীর রাতে।
যারে কখনো পাইনি আমি
আমার কোনো জরাজীর্ণ অনুভূতির সাথে!

দেখে যেতে চাই
আমি, দেখে যেতে চাই;
আমারে সে প্রভাতে চেয়ে।
কে চলে গেছে
আমারে না দেখতে পেয়ে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments