কবিতাছোট্ট বেলার খেলা
কবিমহঃ সানারুল মোমিন
লিখার স্থাননগর,মুর্শিদাবাদ
লিখার সময়১২/১০/২০২২
Review This Poem

ছোট্ট বেলার খেলা
মহঃ সানারুল মোমিন
নগর,মুর্শিদাবাদ

শুন খুকি শুন
চল,”মা”কে গিয়ে বলি।
পড়াশোনা বাদটি রেখে
“ছোল টুকা টুক” খেলি।

আমড়া তলে,ছন্দ তুলে,
ঘুঁটিং নিয়ে “ঘুঁটিং ঘুঁটিং” খেলি।
দীঘির জলে,শাপলা ফুলে
লুকোচুরি ডুবটি দিয়ে চলি।

“এক্কা দোক্কা” প্রিয় খেলা
খেলি সেটা সকাল বেলা।
ছোল কিৎ কিৎ বিকেল বেলা।
“ভূ রে ভূ” আরও অনেক খেলা খেলি।

পড়াশুনা বাদটি রেখে,
চল,খেলার দেশের চলি।
চল না খুকি আদর করে,
কানে কানে “মা”কে গিয়ে বলি।
—————————————-

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments