কবিতাযিশু হলেই ক্রুশবিদ্ধ হতে হয়
কবিরবিশঙ্কর মৈত্রী
কাব্যগ্রন্থযিশু হলেই ক্রুশবিদ্ধ হতে হয়
বিষয়প্রতিবাদ
উৎসর্গআমার বাবা ঋত্বিক কুমুদরঞ্জন
সম্পৃক্ততাসক্রেটিসের বিচার
লিখার স্থানপ্যারিস
লিখার সময়১৮ই নভেম্বর ২০১৬
5/5 - (1 vote)

যিশু হলেই ক্রুশবিদ্ধ হতে হয়

হে আথেন্সের অধিবাসীবৃন্দ
আমি আজও বলি
আমার কোনো জ্ঞান নেই
কিছুই জানি না আমি; এইমাত্র জানি।
তোমরা যে কিছুই জানো না,
তোমরা তাও জানো না।
আমার জানা ছিল না
তোমরাও ভাবতে পারোনি
আবার একদিন আমার জন্য বসবে
বিচারসভা।

শুনতে পাচ্ছ হে পরম বাদী অ্যানিটাসÑ
দুই হাজার চারশো পনের বছর পর
তোমাদের অভিযোগ আজ মিথ্যা প্রমাণিত হল;
মিলেটাস, লাইকন, তোমরা ক্রোধ কোরো না,
হেরে গেলেও ক্রুদ্ধ হতে নেই।
যদি আত্মাকে শুদ্ধ করতে চাও,
দৃঢ়কণ্ঠে বলো
আমি অক্রোধী আমি অমানী
আমি নিরলস কাম-লোভজিৎ-বশী
আমি ইষ্টপ্রাণ সেবাপটু।’
সকল প্রাণীর ইষ্টই আমার আমার ধর্ম।

হে আথেন্সবাসীবৃন্দ
ডেলফি থেকে আমার বন্ধু চেরোফেন
দেবতার যে দৈববাণী নিয়ে এসেছিল
আমি তা আজও বিশ্বাস করি না,
আমার অধিক জ্ঞানী ব্যক্তি নিশ্চয়ই
এই পৃথিবীতে বর্তমান;
কিন্তু আমি তাঁকে চিনি না এবং
তোমরাও তাঁকে দেখোনি, আজও।
মাননীয় বিচারকগণ, আপনাদেরকে ধন্যবাদ
আজ আবার প্রমাণিত হল
আমি কারো অনিষ্ট করিনি
আমি প্রচলিত দেতাদের উপেক্ষা করিনি
আমি নতুন নতুন দেবতার প্রবর্তন করিনি
যুবকদের আত্মাকে আমি কলুষিত করিনি।
আমি কেবল প্রকাশ্য পথসাক্ষাতে
বাজারে ও মহাজনের টেবিলে
আথেনীয়গণকে যুক্তি দিয়ে সৎ ও
সত্যের পক্ষে খুব সাধারণ কথা বলেছি।

শুনতে পাচ্ছ অ্যারিস্টোফিনিস
নাঃ, আমি বাতাসের উপর দিয়ে হাঁটিনি কখনো
নাঃ, আমি মেঘ ও পবন দেবতার পূজারী নই
নাঃ, আমি ভাবনার দোকানদারি করিনি
নাঃ, আমি সুবক্তা ছিলাম না কখনো।
মিথ্যা আবেগভরা মনভোলানো কথা আর
জ্ঞানীর ভান ছাড়া সুবক্তা হওয়া যায়?
আমাকে নিয়ে তুমি ভয়ানক মিথ্যা নাটক
বানিয়েছিলে অ্যারিস্টোফিনিস;
সত্যরে লও সহজে বন্ধু
মিথ্যাকে করো ঘৃণা।

হে আমার শিষ্যবৃন্দ
আমার মৃত্যু তোমাদেরকে ব্যথিত করেছিল
আমার মৃত্যু তোমাদেরকে মুষড়ে দিয়েছিল
জল্লাদের বিষপাত্র তোমাদেরকে আতঙ্কিত করেছিল।

ক্রিটো, মনে আছে তোমার
কারাগার ভেঙে আমাকে নিয়ে তোমরা
পালাতে চেয়েছিলে; আমি রাজি হইনি।
আমি জানতাম পৃথিবীতে এমন কোনো দেশ নেই
যে দেশে মৃত্যুকে অতিক্রম করা যায়।

ক্রিটো, শেষ মুহূর্তটি মনে পড়ছে আজÑ
রক্তমুখ সূর্য বিদায় নেবার সময়
সেদিন আমার মৃত্যুক্ষণ ক্রমে ক্রমে নিকটে আসছিল;
আমার শিশুপুত্রকে বিদায় দিয়ে
আমি তোমাদের দিকে হাসিমুখে ছেয়েছিলাম;
তোমরা সকলে উচ্চস্বরে সেদিন কাঁদছিলে,
কান্না তোমাদের মানায় না বন্ধুগণ,
পরের দুর্দশা দেখে ভেঙে পড়া এলিয়ে পড়া
কারো মৃত্যু দেখে লুটিয়ে পড়ে কান্না করা
ওসব দুর্বলতা।

মনে পড়ে, সেদিন নির্মম স্বাস্থ্যবান জল্লাদ
পূর্ণপাত্র বিষ এনে বলেছিল
একফোঁটা হেমলকও যেন নষ্ট না হয়।
নাঃ, আমি সম্পূর্ণ বিষ পান করেছি,
একটুও নষ্ট করিনি।
ক্রিটো, তুমি তো জানো
সেদিনের সেই বিচার সভার
শত শত মুখভরা বিষের চেয়ে
জল্লাদের হেমলক ছিল অমৃতসমান।

বিষপান করে জল্লাদের নিষ্ঠুর অনুরোধে
আমি তোমাদের সামনে পায়চারী করছিলাম
আর আমার সারা দেহে বিষ ছড়িয়ে পড়ছিল;
আমি অসাড় হতে হতে বুঝতে পারছিলাম
আমার দেহে তখনো বেদনার অনুভূতি আছে
যতোক্ষণ বেদনা আছে, ততোক্ষণ সৃষ্টির আনন্দ বর্তমান
আনন্দই মৃত্যুহীন আত্মার প্রাণ।
হে আথেনীয়গণ
আত্মার মৃত্যু নেই,
সত্য ও সূর্য অস্তহীন, চিরন্তন;
আজ আমি আমার আত্মার পক্ষ থেকে
তোমাদেরকে ধন্যবাদ জানাই।

প্লেটো, জেনোফেন
বিশ্বসভার সুবিচারে আমি আজ আনন্দিত,
আমি আজ পাহাড়বিদীর্ণ ঝর্নার গান;
ওই দেখো, গ্যালিলিওর পরম সূর্যালোকে
জ্বলজ্বল করছে তোমাদের অনুলিখন;
বিচারসভার জবানবন্দি আজ আবার
উচ্চারিত হচ্ছে পথে পথে, সমস্বরে।

হে বিশ্বনাগরিকবৃন্দ
আমি আজও বলি
আমার কোনো জ্ঞান নেই
কিছুই জানি না আমি, এইমাত্র জানি।
তোমরা যে কিছুই জানো না
তোমরা তাও জানো না।
আমি জানি
সক্রেটিস হলেই বিষপান করতে হয়।
যিশু হলেই ক্রুশবিদ্ধ হতে হয়।
নেতাজি হলেই সুভাষচন্দ্রকে চিরতরে হারিয়ে যেতে হয়
মহাত্মা হলেই আঁততায়ীর গুলিতে গান্ধীকে লুটিয়ে পড়তে হয়
বঙ্গবন্ধু হলেই শেখ মুজিবকে সপরিবারে নিহত হতে হয়
বীরকেও অজ্ঞাতবাসে যুদ্ধের প্রস্তুতি নিতে হয়।

আজও একই মাটিতে বিষ ও অমিয় ফুল ফোটে,
অগণিত সক্রেটিস বিষপানের জন্য প্রস্তুত হয় এখনও।
আজও অগণিত যিশু ক্রুশবিদ্ধ হবার জন্য
সারিবদ্ধ দাঁড়ায় অকুতোভয়;
মানুষ কাঁটার মুকুট পরে
কেঁদে কেঁদে শুদ্ধ সুন্দর হতে চায়।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments