কবিতা১লা বৈশাখ
কবিপার্থ বসু
বিষয়অন্যান্য, জীবনমুখী
Review This Poem

নতুনের আহ্বান মনে দেয় দোলা
নব রঙে রাঙিয়ে উঠিলো যে বেলা,
উল্লাসে মাতি সবে কত কলরব
বৈশাখী প্রভাতে আজি নানা উৎসব।
পুরনো সে দিন গুলি চলে গেছে আজ,
নব রূপে আসিল দিন,সেজে নব সাজ।
বাঙালির ঘরে ঘরে কত আয়োজন,
নানা সুস্বাদু খাবার হবে যে ভোজন।
খুশির জোয়ারে আজি বাজে মনে ঢাক
তোমারি দুয়ারে আজি এলো বৈশাখ।
তবে সত্যি কি চলে গেছে সেই বেদিন?
আমি যে শুনতে পাই করো গালা ক্ষীণ ,,
আধপেটা খায় ভাত সে যে বড় দীন
পরনের পোশাক ও তার বড়ই মলিন।
সে শীর্ণ মানুষ গুলো কবে পেট পুরে খাবে,
তাদের এই ১লা বৈশাখ বলো কবে হবে?।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments