কবিতাভগৎ সিং
কবিপার্থ বসু
বিষয়অন্যান্য, জীবনমুখী, ভারতবর্ষ, স্বাধীনতা
উৎসর্গভগৎ সিং
সম্পৃক্ততাদেশ নায়কদের বলিদান ও বর্তমান সমাজ
লিখার স্থানBangalore
লিখার সময়28 সেপ্টেম্বর 2020
3/5 - (1 vote)

তুমি ছিলে তাই …
আজ আড্ডা মারি চা-এর দোকানে বসে,,
স্বাধীন এ দেশ- তুমি ছিলে তাই….
দেশ নায়কের ইতিহাসে ঠাই, সীমিত মাত্র তোমার স্বাধীন দেশে।

তুমি ছিলে তাই …..
নিজের দেশ কে দিচ্ছে গালি বাক স্বাধীনতার নামে,
যে দেখেনি পরাধীনতা,সে বুঝবে কি আর স্বাধীনতার মানে?

কখন তুমি ভেবেছিলে কি?…..
তোমাদের ঐ রক্তে গড়া স্বপ্নে ভরা তোমার সাধের দেশে,
পরজীবী দের দেখতে পাবে বুদ্ধিজীবী বেসে,
আবার কোনো নেতা পৌঁছে যাবে দেশবিরোধীর পাশে?

তুমি ছিলে তাই …
আজ স্বাধীন দেশে আমরা রয়েছি সবাই বেশ,
ভুলে গেছি আজ
কত শহিদের রক্ত স্রোতে স্বাধীন হল দেশ?।

যে যা ভাবে ভাবুক তাতে আমার কি বা এসে যায়,,
তোমার দেয়া বলিদান যে কখনো ভুলার নয়,,
তুমি যে মোদের অনুপ্রেরণা তুমি নায়ক মহান,,
আজ তোমার শুভ জন্ম দিনে আমার কোটি প্রণাম,,,

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments