বাংলা কবিতা, আমগাছ কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

কোন রশি কতটা পোক্ত
কোন গেরো কতটা শক্ত
আমার এই যে সীমাহীন ভার
যেই ভার আমি আর নিতে পারছি না,
পুরোটা নিয়েই গাছটা দাঁড়িয়ে থাকবে।
আমার জন্মের আগে থেকে
আমার মৃত্যুর পরেও এই গাছটা
দাঁড়িয়ে থাকবে।সম্পূর্ণ

বাংলা কবিতা, দূরত্ব কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

বিগব্যাঙ থেকে মহাবিশ্ব
আর আমাদের চুম্বন থেকে প্রণয়
সব একই বিস্ফোরণের মত শুরু হয়েছে।

কিন্তু শেষটা কেউ জানে না
দূরে যেতে যেতে কি হারিয়ে যায় সবাই!
নাকি আবার ফিরে আসে আদিম বিন্দুতে?সম্পূর্ণ