চিৎকার হৈ চৈ ক্ষণে ক্ষণে গোল্ গোল শব্দ ,
বিশ্বকাপ ফুটবলে দুনিয়াটা জব্দ ;
জগত সেরা বত্রিশ দল মাঠে নামে খেলতে ,
সকলে চায় জয়ী হতে কেহ চায়না হারতে । সম্পূর্ণ

আলোকমালার ঝলক দিয়ে ভরিয়ে দাও,
ভালবেসে জীবনটাকে রাঙিয়ে দাও ;
প্রেম দিয়ে আজ ভুবনটাকে ভরিয়ে দাও,
আঁধার রাতে আলোর প্রদীপ জ্বালিয়ে দাও।
দূরের মানুষ কাছে টেনে জড়িয়ে নাও,
ভালবাসায় আনন্দে মন ভরিয়ে নাও।সম্পূর্ণ

মরণের হাত ধরে তারা আবার আসিবে ফিরে বীরের বেশে ,
প্রেমময় পৃথিবীর স্বপ্ন দেখে জেগে উঠবেই অবশেষে ।
ভীরু কাপুরুষ নয় কালজয়ী পরমাত্মায় হবে উন্মেষ ,
প্রদীপ্ত যৌবন উদ্দাম উচ্ছল নাই জড়া জীর্ণতার রেশ । সম্পূর্ণ

আয় সীমিত, বাজারমূল্য উর্ধ্বমুখী , মধ‍্যবিত্ত শঙ্কিত ;
নিরব চাদাবাজি সর্বত্র , সড়কে ,ধর্মীয় প্রতিষ্ঠানে, উৎসবে
দুর্নীতির কথা আর কত বলবো সে তো এখন
রক্তের হিমোগ্লোবিন হয়ে গেছে ;
শুনেছি রাজপথের এই ট্রাফিক জ্যাম সে ও নাকি
ঐ দুর্নীতিরই ফসল ।সম্পূর্ণ

তোমার উজ্জ্বল অপরূপ মুখখানা তুলে একবার বলো
ভালবাসি , শুধু একবার !
আমি হায়নার ছোবল এড়িয়ে কাটাতারের বাধা পেরিয়ে
উন্মত্ত স্বৈরাচারের হাত থেকে ছিনিয়েে এনে দেব
এক মুঠো স্বস্তির নিঃশ্বাসসম্পূর্ণ

আমাদের সাজানো এ পৃথিবী ধ্বংস হবে আজই
বিরহ বেদনা নিয়ে প্রহর গুনছি যে তারই ;
বাঁচার তাগিদে খুঁজি কত কি নিরাপদ আশ্রয়
সব যে তার হারাতে হবে প্রকৃতির বৈরিতায় ।
সম্পূর্ণ