প্যালিন্ড্রোমিক দুঃখ
2024-01-17
বাদল আসে, ফের চলে যায়
ক্যালেন্ডারে দাগ থাকে না,
অভিমানী মনটা পাথর
সে পাথরে রাগ থাকে না।সম্পূর্ণ
প্ল্যাটফর্ম
2023-12-31
তারা ছেড়ে গেছে পথ-
দিয়ে গেছে এক পরাজিত মন, বিষাদের ঢেউ।
রাতের ঔষধ- ঘুমের শিডিউল- কাজের চাপ
বাড়ি ফেরা পথ- পথে পাওয়া হোঁচট- জানলো না কেউ!সম্পূর্ণ