আজও জ্বরের ঘোরে মধ্যরাতে ঘুম ভেঙে গেলে দেখি
আমার মাথার পাশে খোদার বেহেশত- আমার আম্মা!
আমি বিড়বিড় করে বলে উঠি,
রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরাহ্।
সম্পূর্ণ

ছাই জমে যায়, কেউ কি জানে ছাইয়ের মত দেখতে ওসব-
আসলে সব মন ভাঙার গল্প ছবি?
কেউ কি জানে অশ্রু মত দেখতে ওসব চোখের কোণে
বিষাদ ফোঁটা… বিষের ফোঁটা?
ফুসফুসে জমতে থাকা রোগগুলো সব, নাই বা জানুক!সম্পূর্ণ

পিছন ফিরে চাও নি তুমি,
পিছন তুমি ফিরবে না আর জানাই ছিলো।
কিন্তু যদি চাইতে পিছে একটাবার
দেখতে পেতে মাঘের শীতে- আমার চোখে শ্রাবণ ধারা!সম্পূর্ণ

তারা ছেড়ে গেছে পথ-
দিয়ে গেছে এক পরাজিত মন, বিষাদের ঢেউ।
রাতের ঔষধ- ঘুমের শিডিউল- কাজের চাপ
বাড়ি ফেরা পথ- পথে পাওয়া হোঁচট- জানলো না কেউ!সম্পূর্ণ

কতবার হাত তুলেছি জায়নামাজে- কাঁদতে কাঁদতে বলেছি
❝আমাকে ঠিক ততটা সাহস দাও খোদা,
যতটা সাহস পেলে আমি বলতে পারবো,
জেরুজালেম আমার, জেরুজালেম আমাদের!❞সম্পূর্ণ

ওসব নাহয় দেখার ভুলেও মানুষ দেখে
কিছু কথা লেখার ভুলেও মানুষ লেখে;
কিছু কান্না ঢাকতে গিয়ে মানুষ শেখে-
এই পৃথিবী মুখ মুখোশের কান্না দেখে!
সে কি আর ধরতে জানে?
যে কান্না চোখের কোণে গড়ায় না
যে দুঃখ কণ্ঠনালি জড়ায় না-
সেগুলোও তো দুঃখ নাকি?সম্পূর্ণ