কবিতাবিষয়কাব্যগ্রন্থ
এমনটা চাইনি
Added by: মনিরুজ্জামান অনিক
তবুও মনে পড়ে
Added by: মনিরুজ্জামান অনিক
ডুবে থাকা শামুক।
Added by: মনিরুজ্জামান অনিক
জয়া একজন কবি পোষে।
Added by: মনিরুজ্জামান অনিক
এখানে।
Added by: মনিরুজ্জামান অনিক
প্রেমিকা পাখি হয়ে গেলে।
Added by: মনিরুজ্জামান অনিক
নীরবতা।
Added by: মনিরুজ্জামান অনিক
আজ কোথাও যাবো না।
Added by: মনিরুজ্জামান অনিক

প্রেম কখনই পুরনো হয়না, বরং সময় পুরনো হয়ে যায়। বিচ্ছেদের ঘ্রাণ শরীরে লেগে থাকেনা কখনই
লেগে থাকে প্রেমিকার হাসি,প্রেমিকের বিষন্ন মুখ।
সম্পূর্ণ

আমি জলের ভেতর ডুবে থাকা বিমর্ষ এক মুখ।
বহুবছর ডুবে আছি, যেভাবে ডুবে থাকে শামুক।
এক চিলতে রোদের আশ্বাসে ভেসে উঠতে পারি,যদি তুমি হও
আমার রোদের রেল গাড়ি।

সম্পূর্ণ

জয়া কতোবার ভেবেছে সে কবিকে ছেড়ে চলে যাবে, একা বাঁচবে। তবে যেতে পারেনি।
কারন কবিকে ভালোবাসার পর কবিকে ছেড়ে যাওয়া এতোটা সহজ নয়, যতোটা সহজ নয় আলোর মাঝে নিজের ছায়া গিলে ফেলার অভিনয়।সম্পূর্ণ

আজ অচল মুদ্রার মতো পড়ে থাকবো,
নিজেকে শাসিয়ে বলবো – দু’একটা কথা।
আজ খানিক দুঃখ গায়ে মেখে ঘুমিয়ে যাবো,
হয়তোবা আর জাগবই না।
সম্পূর্ণ