কার হাতে তুমি ধর্ষিতা?
জননী বাংলাদেশ?
ওরা তোমার ক্রোড়েই বেড়েছে
হেসে খেলে।
মুখে মুখোশ, দেহে নিপুণ ছদ্মবেশ,
ধর্ষকামীরা দল বাঁধে একা পেলে।

সম্পূর্ণ

কাল সবকিছু পরিপাটি হবে,
আজ থাক না হয় এলোমেলো,
রজনীগন্ধা ফোটাবে সে টবে,
সাঁঝবাতি জ্বালবে কথা দিয়ে গেলো

সম্পূর্ণ

সন্তাপ⚪হাসান মনজু ঘুম কেড়েছি ঈর্ষাকাতর কতো রাতের, স্বার্থে সংকুচিত, উন্মত্ত ক্রোধের দিন। জাত্যাভিমানী, মিথ্যে দর্পচূর্ণসম্পূর্ণ

👁️‍🗨️ পাথর চোখ

ধর্ম, বর্ণ, জাত, ধন বৈষম্যে ভরা,
সাঙ্গ করো এ অন্যায্য আয়োজন,
আমাকে নিষ্কৃতি দাও বসুন্ধরা,
বন্ধ করো তোমার দ্বিমুখী আচরণ

সম্পূর্ণ

পাহাড় চূড়ায় প্রবাল রঙা সূর্য,
শরতের ঘুঘুডাকা নিবিড় দুপুর,
শীতল বনে ঝর্ণা জলের প্রাচুর্য,
আবহমান অরণ্যানীর এ দস্তুর

সম্পূর্ণ

হাল ভেঙেছে জীবনানন্দর নাবিক,
নিশীথের অন্ধকারে হারিয়েছে দিক,
যা খুশি ও বলুক, যা ইচ্ছে ভেবে নিক,
আজ আমার মন খারাপের তারিখ…
সম্পূর্ণ

মেঘেরা উড়ে গেছে ঠিকানা নিয়ে,
তোমাকে সাথে নিয়ে ভিজতে চায়,
নিবেদন করেছে ইনিয়ে বিনিয়ে,
এখনো গা গুলায় জল কাদায়?

সম্পূর্ণ