ভুলেও ভেবো না! (অণু)
যার দেয়া ঘাতে হারায়েছো তুমি চিরতরে কিছু হাসি, ভুলেও ভেবো না অন্তর থেকে তোমাকে সেসম্পূর্ণ
সত্যের সত্য ও সত্য
সত্য কি ধন খোঁজ রে মনা উচ্চে রেখে শির, সত্য বিনে রয় না ভালে উন্নতসম্পূর্ণ
এই কারণেই যাই ও’পথে ফিরে!
অনেক দিনের আগের কথা মনটা রেখে বাটে, ব্যাকুল হয়ে ফিরছি বাড়ি সূর্য তখন পাটে। হঠাৎসম্পূর্ণ
ও হে অন্ধ মনা!
বেড়াও দেখি লাট্টু সেজে হাতে বিরল ফোন, কেমন আছে বৃদ্ধ পিতা ক্ষণিক রাখো খবর কি-তা?সম্পূর্ণ
রুবাইয়াত-ই-বোরহান (চারটি)
(১) রাখলি কেন! পরাণ যখন গরান হারা ধু ধু মরুর প্রান্তরে, আদলা রোদের বাদলা দিনেসম্পূর্ণ
পরমাণু (পাঁচটি)
(১) একাই আশির মান আত্মার টানে কখনো যে কেউ অন্তরে দিলে বাস, দেখবে সে বয়সম্পূর্ণ
ভীষণই থাকতাম খুশি
শুষ্কতার ঘাতে যদি রয় মেঘহীন জীবনের এ’ গগন কভু, আষাঢ়ে ঢলের মতো তালকানা হোক চাইনিসম্পূর্ণ
কারে বলি সখী!
বৈকাল বেলা সুরুজ নামলে ন্যাড়া পাকুড়ের ঘাড়ে, বাছুরের টানে ছুটে নাকো ধেনু মেঠো পথে হাহাকারে।সম্পূর্ণ
যদি তুমি অবশেষে—
হবেই আবার দেখা কোন একদিন নিযুত বছর পর যেতে পারে তারও কিছু বেশী, সেদিনও বলবেসম্পূর্ণ