একদিন,
চিঠি পৌঁছানোর জন্য যাকে বাড়তি পাঁচ টাকা দিয়েছিলাম,
সেই হরকরা আজ নিজেই ডাকবাক্স।
পড়ে আছে অযত্নে, অবহেলায়
পাশেই ভাঙাচোরা টিনের খুপরি
ভিতরে মাষ্টার মশাই—
বিঁড়ি ফুঁকছেন..সম্পূর্ণ

আমি পাতাল থেকে একটি উদ্ভিদের শরীর নিয়ে জন্মেছিলাম,
নামকরা এক কর্পোরেট কোম্পানি আমারই মাথাটাকে তামাক পাতা ভেবে কুচি কুচি করে কেটে বাজারজাত করছে নামীদামী ব্রান্ড সিগারেটের ভিতর।
ওনারা আমাকে পৌঁছে দিয়েছে, আমার প্রেমিকার ঠোঁট থেকে ফুসফুস, ফুসফুস থেকে মগজ এমনকি হৃদয়; জীবদ্দশায় যাকে হৃদয় দিয়েই ছুঁতে চেয়েছিলাম বহুবার! আমি পারিনি।
কর্পোরেট কোম্পানিটিকে আমার অকুণ্ঠ ভালোবাসা।সম্পূর্ণ

ক্রমশ আলোর দিকে হেঁটে যাচ্ছো তুমি
ছায়া পড়ে, যত পথ তুমি এগিয়ে যাও
আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হয় ছায়া; তোমারই দেহের মাপে গিলে নেয় আমায়। এখানে গাঢ় অন্ধকার অথচ
অন্ধকার ব’লে কিছু নেই; কেবলই আলোর অনুপস্থিতি।সম্পূর্ণ

আজকাল নিয়ম বলে কিছু হয় না। আমি যা করছি তাই সংবিধান
এই যে কখনো টেক্কা হচ্ছি, কখনো সাহেব, কখনো বিবি।
এই যে কখনো হচ্ছি গোলাম— এসব কিছুই নিয়মের মধ্যেই পড়ে
যেহেতু আমি আপাদমস্তক প্রেমিক, এই লীলাময়ী প্রেম’ই আমার একমাত্র নিয়ম৷

সম্পূর্ণ

চেনা আয়না, কোটি বারও চেনা যায়না
সীঁথির রেখা বরাবর হেঁটে চলে যাই
একটু খানি ঘুম, আলতা আর কুমকুম
সেই অমর সিঁদুর কোথায় খুঁজে পাই।
সম্পূর্ণ