এভাবে খেলায় মোর কেটে গেছে বেলা,
বড়ো হয়ে দেখি আজ জীবনের খেলা।
জীবন সায়াহ্নে দেখি পৃথিবী রঙিন,
শ্বাসে শ্বাসে উড়ে গেছে তারি সব দিন!সম্পূর্ণ

তাই অবান্তর কোনো প্রশ্নে-
কিংবা বোধহীন কোন জিজ্ঞাসায় যদি বিরক্ত করি তোমায়,
তা কেবল নিজের অজান্তেই প্রিয়তমা…!

কেননা- আমি তো হারিয়ে গেছি তোমার গভীরে….সম্পূর্ণ

পৃথিবীতে নিন্দুকেরা ছিলো আছে রবে,
পাশেতে না থেকে তারা কটু কথা কবে।
শেষ হাসি একদিন ধৈর্যশীলে হাসে,
তাই কবি নিন্দুকেরে এতো ভালোবাসে।সম্পূর্ণ