কবিতা২৬ শে মার্চ
কবিঅবিরুদ্ধ মাহমুদ
কাব্যগ্রন্থভিন্নচোখ প্রকাশনী
বিষয়বাংলাদেশ, স্বাধীনতা
উৎসর্গমুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে
3.5/5 - (2 votes)

২৬ শে মার্চ
তুমি সেই মুক্তির বরণডালা হাতে
লাখো বাঙ্গালীর স্বপ্নের লালিত খাম,
২৬ শে মার্চ
তুমি নতুন ভোরের শুরু
জয় বাংলা ধ্বনি, বাঙালির মুক্তির সংগ্রাম।

২৬ শে মার্চ
তুমি আলোর যাত্রায়
শিশির সিক্ত সোনালী আভা
২৬ শে মার্চ
তুমি নিরস্ত্র বাঙালির বুকে
পাকিস্তানী হিংস্র পশুদের বিষাক্ত থাবা।

২৬ শে মার্চ
তুমি মুক্তি সেনার নির্জন রাত্রি বাস
২৬ শে মার্চ
তুমি শৃঙ্খলিত জাতির বুকে মুক্তির নিশ্বাস।

২৬ শে মার্চ
তুমি পৃথিবীর বুকেতে নতুন এক মানচিত্র
বাঙালি মুক্তির অঙ্গীকার…
২৬ শে মার্চ
তুমি সদ্য ভূমিষ্ঠ হওয়া
নতুন এক স্বদেশের আত্মচিৎকার।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments