Skip to content

একবার প্রেমিক হতে চাই

কবিতাএকবার প্রেমিক হতে চাই
কবিঅবিরুদ্ধ মাহমুদ
বিষয়প্রেম
4.5/5 - (10 votes)
আমি একবার শুধু

আঙুলে আঙুল ছুঁয়ে মুগ্ধ হতে চাই..
এতদিন সাহস ছিলনা তাই,
দূর থেকে দেখেছি কিভাবে প্রেমিকেরা মুগ্ধ হয়ে
বৃষ্টির মতই ঝরে পড়ে তার প্রেমিকার বুকে।।

 

দেখেছি কিভাবে প্রেমিকরা কবি হয়!
মেঘ কিনে আনে একান্ত প্রেমিক সেজে..
কপালিনীর কপাল ছুঁয়ে উপমায় সাজিয়ে দেয় ফুটন্ত রক্তজবা;
তাই আমি একবার কবি হতে চাই……,
কবি হয়ে, প্রিয়তমা তোমার জন্যই আকাশের গায়ে
লিখে যেতে চাই আমি একটা প্রেমের মহাকাব্য..।।

 

দেখেছি কিভাবে কবিরা প্রেমিক হয়!
প্ৰণয়িনীর চোখের সামিয়ানা ধুয়ে দেয় অসাধ্য সাধনে
তাই আমি একাগ্র প্রেমিক হতে চাই..
শুধু একবার ঘুরে আসতে চাই প্রেম নগরের অলিগলি।।

 

শুনেছি প্রেমিক পুরুষের কাছে দস্যুতা প্রত্যাশা করে
প্রেমের সরোবরে ডোবে যাওয়া নারী;
তাই আমি একবার দস্যু হতে চাই..
দস্যু হয়ে তোমার হৃদয়ের সব নির্যাস শুষে নিতে চাই।।

 

অবশেষে কস্তুরীর সন্ধানে তোমার মেঘের মতো চুলের
অলিগলি বেয়ে ঝরনার মতো নেমে যেতে চাই
তোমার প্রমত্ত হৃদয়ের কাছাকাছি…।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments