Skip to content

হাজার বছর পরে যে শিশু জন্ম নেবে তার জন্য এ পঙক্তিমালা

কবিতাহাজার বছর পরে যে শিশু জন্ম নেবে তার জন্য এ পঙক্তিমালা
কবিঅবিরুদ্ধ মাহমুদ
সম্পৃক্ততাপরিবেশ ধ্বংসের প্রতিবাদে
4.3/5 - (9 votes)
আরো হাজার বছর পরে যে শিশুটি জন্ম নেবে

তার জন্যই লিখে যাই, আমার এ পঙক্তিমালা…

 

হে শিশু যান্ত্রিক শিশু,
তোমাদের থেকে হাজার বছর আগে
আমরা ছিলাম, ক্ষমা করো আমাদের।
একদিন এইসব নগরী ছিলনা
ছিলনা সুউচ্চ অট্টালিকা,
বিষাক্ত ধোঁয়ায় অন্ধকার
কার্বন ঘেরা এই পৃথিবী তখন ছিল না..
ছিল ঘন সবুজের বন
সারি সারি ধানক্ষেত
তোমাদের মত বহু শিশু নেচে নেচে হেঁটে যেত
সোনালী ধানের ক্ষেতে কার্তিকের নীল কুয়াশায়,
ছিল আমাদের সেইসব সবুজ সবুজ গ্রাম
স্নিগ্ধ নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যেত…
স্রোতস্বিনী নিত্য বয়ে যেত শাল বাগানের মধ্য দিয়ে;
ছিল ছোট ছোট মেঠো পথের দু’পাশে নুয়ে পড়া সবুজ গাছের সারি..
তখন চড়ুই পাখি কাঁঠালীচাপাঁর নীড়ে মিশে যেত খয়েরী পাতায়,
আর বুনোহাঁস দীঘির পাড়ে জমত
জোনাকির মেলা।।

 

হে শিশু যান্ত্রিক শিশু,
তোমাদের থেকে হাজার বছর আগে
আমরা ছিলাম, ক্ষমা করো আমাদের।
তোমাদের জন্য সেইসব সবুজ মাঠ রেখে যেতে পারিনি,
তখন আমরা ক্ষুধার্ত ছিলাম ভীষণ ক্ষুধার্ত..
আমরা খেয়ে ফেলেছি সেইসব সবুজ সভ্যতা,
তখন সবকিছুই ক্ষুধার্ত ছিল, বুভুক্ষের মত
ঘন সবুজ বনানী খেয়ে ফেলেছিল সেই বুভুক্ষু শহর
নির্মল আকাশ খেয়ে ফেলেছিল উচ্চ অট্টালিকা।।

 

হে শিশু যান্ত্রিক শিশু,
তোমাদের থেকে হাজার বছর আগে
আমরা ছিলাম, ক্ষমা করো আমাদের।
তোমাদের জন্য নির্মল পৃথিবী রেখে যেতে পারিনি আমরা,  
রেখে গেছি শুধু এক বিষণ্ণতায় প্লাবিত অভিশপ্ত নগরীর ছায়া….।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments