কবিতাদিনান্তের ডায়েরি-২
কবিঅবিরুদ্ধ মাহমুদ
5/5 - (3 votes)

দুঃসহ সময়ের থাবায় নদীও শুকিয়ে যায়
দিনান্তে ডানার ভেতর রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
গল্পের রং ফিকে হয়ে গেলে মানুষও বদলায়
শুধু নক্ষত্রের স্নায়ুর ভেতর জমে থাকে কষ্টের মিছিল।।

থমকে গেছে সব সংকেত তবু দাঁড়িয়েই আছি সেই পথে
আমার আঙ্গুলে তোমার শহর জেগে থাকে দিনরাত
রোজ সৌভাগ্যের প্রজাপতি অন্য ডালে মালা গাঁথে
তবু কেন আজও সেই স্মৃতিগুলো আমায় দেয় কিছু ডাক??

মধ্যরাতে চিঠি এলে আমিও একদিন পাখি হব
কাগজের মতো হৃদয়ে লেগে থাকবে তোমার চুলের ঘ্রাণ
তখন তোমার বুক থেকে ঝরে পড়বে কিছু বাসি গোলাপ
আর আমার স্নায়ুতে কোটি নক্ষত্রের আলো জ্বেলে দেবে নীল আসমান।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments