কবিতাকমরেডস আমিও আছি
কবিঅবিরুদ্ধ মাহমুদ
4.5/5 - (2 votes)

কমরেডস আমিও আছি!
মৃত্যুকে তুচ্ছ করেই যুগে যুগে আমি বাঁচি
কমরেড ভেবো না আর!
বিপ্লব চূড়ান্ত, বিদ্রোহ অনিবার্য;
কমরেডস এবার,
অস্ত্র হবে তীক্ষ্ণ কলমের নিব
কবিতা হবে ইশতিহার…..।।

কমরেড,
মেহনতী নির্যাতিত মানুষের পাশে
কলমের চেয়ে ধারালো আর কোনো অস্ত্র হতে পারে কি?
কমরেড,
এবার কলম উড়াবে বাতাসে সাম‍্যের নিশান
অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে,
নিষ্পেষণের বিরুদ্ধে এবার উঠবে
কলমের তীব্র প্রতিবাদী গান।
কমরেড,
এবার শৃঙ্খলিত শাসক শোষক এর ভিত নড়াবে কলম
এবার কলমে হবে বিশুদ্ধ সংগ্রাম,
শোষিতের বুকে গেঁথে দেবে স্বপ্নের লালিত খাম।।

কমরেডস ভেবো না আর!
আমি তো প্রতিরোধেই আছি বারবার,
কমরেডস, কথা দিলাম…….
এবার কলম হবে
অধিকার আদায়ের মত্ত প্রেরণার নাম;
কমরেড,
তোমাকে জানাই কলমেরই লাল সালাম।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments