কবিতাআজনবি
কবিঅবিরুদ্ধ মাহমুদ
5/5 - (3 votes)

দেখেছি তোমায় ট্রেনের জানালায় শিশিরে ভেজা মুখ
চিনি না তোমাকে, পাইনি সময় আর মুখোমুখি বসিবার
তবু মনের ক্যানভাসে কেন ভেসে উঠেছিল তোমার ছবি
হঠাৎ হৃদয় পেয়েছিল তোমার হদিস, কে তুমি আজনবি?

জীবনানন্দ চলেছে পথ হাজার বছর
আমি তো চলিনি পথ দু পাও কোনদিন
নাটোর দেখিনি, সিংহলও অজানা
তবু তুমি হৃদয়ে বাড়ালে কেন হৃদয়ের ঋণ!!

যদি বলি, তুমি আজনবি, তুমি বনলতা
দুজনের পথ মিশবে কি কখনো ভবিষ্যতে এসে?
আমি তো জীবনানন্দ নই, জীবন আনন্দ হীন নীড়হারা পাখি
কখনো ফেরাবে কি নীড়ে আজনবি, আমায় ভালোবেসে?

আজনবি তুমি, তুমি বনলতা, তুমিই হেলেন আমার!
একটু হেসে ই জয় করে নিলে হৃদয়-চঞ্চল
তারপর চলে গেলে, বিজলী যেমন চমকায়ে নিভে যায়
যেমন ফুরিয়ে যায় ফিরে তাকাতেই, পদ্ম পাতার জল।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments