বাংলা কবিতা, বৃত্তবন্দী কবিতা, কবি এম.এইচ. মজুমদার - কবিতা অঞ্চল
কবিতাবৃত্তবন্দী
কবিএম. এইচ. মজুমদার
লিখার স্থানকুমিল্লা
লিখার সময়২৫ নভেম্বর,২০১৭,রাত্র
Review This Poem

আমি বৃত্তের মাঝে বিন্দু হয়ে হারিয়ে যাই
আমি নিশ্চিহ্ন হয়ে যাই বৃত্তের পরিধির তরে।
কোনো চিহ্ন,কোনো বিন্দু,কোনো অস্বিত্ব
খুঁজে পাওয়া যাবে না কভু।
পাওয়া যাবে এতটুকু শুধুই যে,
আমি ছিলাম এক বৃত্তবন্দী হয়ে
বৃত্তাকার সেই শিকলের অভ্যন্তরে।
আমি নিজেকে হারিয়ে ফেলি আরো
বৃত্তের স্পর্শক হয়ে ব্যাসার্ধের দিকে,
বৃত্তের কেন্দ্র হয়ে কেন্দ্রবিন্দুতে হারিয়ে যাই।
কেন তবে আমার এ আনমনা?
-জানি না!
আমি জানি না কেন আমার এই আনমনা;
জানি এতটুকুই যে আমি বৃত্তবন্দী!
বৃত্তের প্রতিসাম্যতার হাজারো ঘূণিপাকে,
পরিধির চক্রাকার আবর্তনে
অবিরাম ঘুরে পাবে আমাকে
এই বৃত্তবন্দীকে!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments