বাংলা কবিতা, কোম্পানি ল বোর্ডের আদেশ কবিতা, কবি মলয় রায়চৌধুরী - কবিতা অঞ্চল
কবিতাকোম্পানি ল বোর্ডের আদেশ
কবিমলয় রায়চৌধুরী
লিখার সময়১৯৯৬
4.5/5 - (2 votes)

হুইলচেয়ারে লীন প্রেসনোটে যে-সংগীত জারি করা হল তারই নীচে
গাছে-ডালে ঝুলে আছে শুনানি না-করা মামলা থ্যাঙ্কিউসহ

প্রকরণ তিন-এর উপ-প্রকরণ বাদ দিয়ে, লাভাংশ ঘোষিত হবে
গোধুলি-বেলায়, এই সাধারণ-সভা কোম্পানির পুরো-সময়ের পুত্রবধু

ডিরেক্টর পদে আজ নির্বাচিত হবেন নিশীথে
অনাদয়ী বিছানায় থাকা_খাওয়া বিমান ভাড়া বা

স্ব-স্ব পদে যে যারা দাঁড়াবে তিনি বোর্ডরুমে এসে
কায়াটি মাটিতে ফেলে ৩১শে মার্চের সাড়ে পাঁচটার আগে

ইকুইটি শেয়ারের প্রথম কাগজখানা বাজারে ছাড়বেন : ওরা পাবে
হলফনামার কপি বনপথে পাখির বাসার মাঝে যারা ফেলেছিল

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments