বাংলা কবিতা, অস্তিত্ব কবিতা, কবি মলয় রায়চৌধুরী - কবিতা অঞ্চল
কবিতাঅস্তিত্ব
কবিমলয় রায়চৌধুরী
লিখার স্থানলখনউ
লিখার সময়১১ ফাল্গুন ১৩৯১
4.4/5 - (5 votes)

ভোর রাতে দরোজায় গ্রেপ্তারের টোকা পড়ে
একটা কয়েদি মারা গেছে তার স্হান নিতে হবে

জামাটা গলিয়ে নেবো ? দু-মুঠো কি খেয়ে নেবো ?
পিছনের ছাদ দিয়ে পালাবো কি ?

কপাট ভাঙার শব্দে খসে পড়ে চুনবালি
মুখেতে রুমাল বেঁধে কিছু লোক ঘরে ঢুকে পড়ে :
‘ট্যারাচোখ ফরসা চেহারাম লোকটা কি যেন কী নাম
কোন ঘরে লুকিয়ে রয়েছে নয়তো আপনাকেই
আমাদের সঙ্গে যেতে হবে’

ভয়েতে গলার স্বর বুজে আসে: আজ্ঞে স্যার কালকে সকালে
পাড়ার লোকেরা তাকে কুপিয়ে মেরেছে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments