কবিতাআমাদের পথগুলো একদিন নদী হবে
কবিমাহমুদ শাওন
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
উৎসর্গপ্রেমিকাকে
লিখার স্থানভোলা
লিখার সময়১৩ ফেব্রুয়ারি, ২০২০
4.2/5 - (4 votes)

আমাদের পথগুলো একদিন নদী হবে,
কচুরিপানার মত ভেসে বেড়াবে বিপত্নীক কষ্টগুলো
ক্ষুধার্ত চিলের মত উড়ে বেড়াবে; না বলা কথার শব্দরা
দূর থেকে আলোর হাতছানিতে ভবিষ্যত ডাকবে আমাদের
বেঁচে থাকার সম্বল নুড়ি পাথরের মত পায়ে এসে লুটিয়ে পড়বে।

আমাদের দুঃখগুলো একদিন ঘুড়ি হবে,
তোমার হাতে থাকবে নাটাই,
ভালোবাসার নোঙরে আটকে রবে আমাদের চেনা যত কথার লতা,
হাওয়ায় মিলিয়ে যাবে আমাদের অনাগত সব বসন্ত,
শীতের ধোঁয়ায় জড়িয়ে রবে ঝাউবনের মুক্ত জীবন।

একদিন চেনা নদীর পাড়ে আমাদের বাস হবে,
আনন্দের এক নিগূঢ় আশ্রমে চাষ হবে সুখের,
তোমার আমার, আমার তোমার, দুজন দুজনের;
নদী ভাঙনে সৃষ্টি হবে নতুন কোন চর,
ঘুঘুর গানে আমাদের রাত নামবে,
ভেজা মাটির সোঁদা গন্ধে দিন ফুরিয়ে যাবে,
থাকবেনা কোন প্রতিক্রিয়াশীল উন্মাদ গ্রীষ্ম,
শিউলিফুলের ঘ্রাণে আমাদের ঘরে ঢুকে পড়বে জোছনা,
জোনাকিরা তারার সাথে জলকেলী খেলবে,
অন্ধকার হলে আমি তোমাকে দেখবো; তুমি আমাকে দেখবে,
সুতোহীন ধবল আলোর সাগর যুগলে পাড়ি দিবো সারারাত
আমাদের পথগুলো একদিন নদী হবে,
কচুরিপানার মত ভেসে বেড়াবে বিপত্নীক কষ্টগুলো।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments