বাংলা কবিতা, আ ক্লিন সুইসাইড ইন ক্যাপিটালিজম কবিতা, কবি কায়েস মাহমুদ - কবিতা অঞ্চল
কবিতাআ ক্লিন সুইসাইড ইন ক্যাপিটালিজম
কবিকায়েস মাহমুদ
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
উৎসর্গব্যর্থ আত্মহত্যার পর ফিরে পাওয়া সহযোদ্ধাকে
লিখার স্থানমুক্তাঞ্চল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
লিখার সময়২৯ জুন, ২০২১, রাত
4.1/5 - (7 votes)

যারা যারা অস্ত্র হাতে যুদ্ধে যাবেন এই দশকে,
তাদের অভিবাদন জানাই।
আমি ভীষণ আঁটকে গেছি হতাশাবাদীর দলে।
কেনোইবা বেঁচে আছি ভাবতে ভাবতে ক্রমশ বরফে পরিনত হচ্ছে বিপ্লব।
যারা যারা অস্ত্র হাতে যুদ্ধে যাবেন এই দশকে,
আপনাদের অভিবাদন জানাই।
লড়াই জারি রাখুন কমরেড।
যারা যারা কেড়ে নিয়েছে আমাদের মুখের গ্রাস,
যারা যারা কেড়ে নিয়েছে ফসলের জমি,
যারা যারা অস্ত্র ধরেছে আমাদের বিরুদ্ধে,
যারা যারা কাজ ছিনিয়ে লাথি মেরেছে পেটে,
যারা যারা ক্রমশ ভীষণ হতাশ করে মৃত্যু লিখছে আমাদের,
তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখুন কমরেড।
বন্দুকের ট্রিগার হাতে প্রতিদিন তাদের খুঁজে নিন কমরেড।

মিছিলে প্রেম হয় না কখনোই, বুলেটের উত্তর ফুল ছুড়ে হয় নি কোনদিন।
আমাদের চাই বন্দুক, আরো আরো বন্দুক, এবং ঘৃণা।
শ্রেণি শত্রু নিধনের স্বতঃস্ফূর্ত প্রস্তুতি।
খতমের রক্তে ভরিয়ে দিন দালালদের সমস্ত ঘর।
আগুন ধরিয়ে দিন সমস্ত একাডেমিতে।
আপনারা যারা অস্ত্র যুদ্ধে যাবেন, লড়াই জারি রাখবেন কমরেড।
আমি বিপ্লবী নই, কবিতা লিখতাম কেবল।
আর কিছুই নই।
কোনদিন ছিলাম না।
মুক্ত হতে পারি নি কখনো।
ক্রমশ ভিড়েছি ভীষণ হতাশাবাদীর দলে।
অসংখ্য রয়েছি এমন, আমরা যারা ভেঙ্গে গেছি ভীষণ ভাবে হারিয়েছি,
আমরা যারা হতাশ হয়ে ক্রমশ লিখি সুইসাইড নোট।
আমাদের হয়ে প্রতিশোধ নেবেন কমরেড।
আমাদের ব্যর্থ হৃদয়ে, ব্যর্থ মগজে আপনাদের অভিবাদন জানাই-
যারা যারা অস্ত্র হাতে যুদ্ধে যাবেন এই দশকে, এই দশকে।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Md Kamrul Islam
1 year ago

কি সুন্দর💥💥