বাংলা কবিতা, বনলতা সেন কবিতা, কবি জীবনানন্দ দাশ - কবিতা অঞ্চল
কবিতাবনলতা সেন
কবিজীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থবনলতা সেন
4.5/5 - (88 votes)

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ‘পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

Share
guest
3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
SM SOHAG
SM SOHAG
9 months ago

বনলতা সেনেরাই শুধু শান্তি দিতে পারে।

MamonurRashid
MamonurRashid
1 year ago

আহ,, কত সুন্দর লেখেছেন জীবনন্দ দাস,জেনে বার বার পড়তে মন চাই শুনতে মন চাই, যে কবিতা বার বার কল্পনাই আবেগী করে তুলে। জীবনন্দ তোমার তুলনা তুমি নিজেই।

Md Akhteruzzaman shuvo
Md Akhteruzzaman shuvo
Reply to  MamonurRashid
5 months ago

Right