বাংলা কবিতা, অচল প্রেমের পদ্য - ১১ কবিতা, কবি হেলাল হাফিজ - কবিতা অঞ্চল
কবিতাঅচল প্রেমের পদ্য – ১১
কবিহেলাল হাফিজ
কাব্যগ্রন্থকবিতা একাত্তর
বিষয়প্রেম
4/5 - (1 vote)
যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে,
কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে
সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সঙ্কটের সময়।
 
হয় তো এখন আমি তেমনি এক নিয়ন্ত্রনহীন
নাজুক পরিস্থিতির মুখোমুখি,
নইলে এতদিন তোমাকে একটি চিঠিও লিখতে
     না পারার কষ্ট কি আমারই কম!
 
মনে হয় মরণের পাখা গজিয়েছে।
Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments