কবিতাপ্রকৃত কোরাস
কবিদুনিয়া মামুন
বিষয়জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বিরহ, রূপক, স্বাধীনতা
Review This Poem

১.
বাতাস এলে গাছের পাতাদের ম্রিয় কোরাস
তাদের সবুজ ঠোঁট আওড়ানোর মতো
কিছু পাতা তবু বিচ্ছেদে ঝরে পড়ে
হালকা হলদে, গাঢ় হলদে অথবা লাল
পাতারা তাদের বিচ্ছেদের আগে রঙ বদলায়
রঙ বদল হলেই পাতাদের বিচ্ছেদ হয়
বেশি সুখের সময় বেশি নাড়ালে— এমনটা হয়ে যায়।

২.
পাখির ঝাঁক গাছে বসলে একটি মিষ্টি কোরাস ভাসে
বাতাসের ঢেউ প্রকৃতির দশটি বাঁশি
বিকেল লাল—হলুদ রঙ নিয়ে যায় সে মঞ্চে
এসব সবার জন্য উন্মুক্ত, সবার চোখ তা দেখে না।

৩.
নদীর পাড়ে গাছ থাকলে অনেক সময় হেলে গিয়ে
পানির সাথে পাতাদের কোরাস চলতেই থাকে
নিজের আনন্দ আটকাতে পারে না বলে এমনটা হয়
সব নদীই এমন, আর
ভাটির ঘাটে ঘাটে
তার উজানের কথা ভুলে যায়।

৪.
গাছের পাতার সাথে ঝুলতে চেয়েছিল কয়েকটি লতা
বাতাস এলে বহুদিন একসাথে কোরাস গেয়েছে তারা
গাইতে গাইতে একদিন লতা হয়ে গেল গাছ
গাছ হারিয়ে ফেলল সর্বস্ব
বেশি সাধের সম্পর্ক এমনই স্বার্থ— স্বার্থপরায়ণ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments