বাংলা কবিতা, উৎকন্ঠা কবিতা, কবি ভাস্কর চক্রবর্তী - কবিতা অঞ্চল
কবিতাউৎকন্ঠা
কবিভাস্কর চক্রবর্তী
কাব্যগ্রন্থকী রকম আছো মানুষেরা
লিখার স্থানকলকাতা
4.1/5 - (15 votes)

সময় সামান্য আর আধোঘুমে কী তুমি বকছ?
অবশ্য কী আর আছে বলবার
রাত তিনটের আগে কেন যেন বিছানা ডাকে না
ঘুম, এপিকের মতো, বিদায় নিয়েছে।
আত্মহত্যাপ্রবণতা ছুঁয়ে বসে আছেন সভ্যতা।
রাত্রিবেলা সল্টলেকে মোটোরগাড়িটা
ঘুরছে তো ঘুরেই চলেছে
জামার বোতাম খুলে লম্বা ঘুমে ঘুমিয়ে পড়েছে মেয়েগুলো।
দেশের অর্ধেক লোক চিন্তাবিদ
চোখ বুজে সে যে এক কী আবেগে বক্তৃতা দিচ্ছেন!
সন্তোষবিস্মিত হয়ে ফুটপাতে কী দেখছ দাঁড়িয়ে
বাড়ি যাও
কোথাকার জল গিয়ে কোথায় দাঁড়াল,লিখে রাখো–
চশমার ফাঁক দিয়ে পৃথিবীটা দেখে নিয়ে ওরা
স্বর্গের সিঁড়িতে সব পা ঠেকিয়ে ওপরে উঠছেন।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments