কবিতামানুষের ডাহুকী ভাবনা
কবিবেলাল চৌধুরী
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
3.5/5 - (2 votes)

মানুষ তো ডাহুক নয় অথচ ডাহুকের বেদনার
ভেতরে মানুষ ডুবে যেতে পারে, ডুব দেয়
চিরকাল- এইভাবে মানুষের ডাহুকী ভাবনা
মূত্ররসে যেমন ভেসে যায় মানুষের
স্বভাবের নির্বিবেকী তাবৎ লোনা ও অম্লতা
তেমনি মানুষ ঢেলে দিতে পারে
ঐ ডাহুকী ভাবনার ভেতর মানুষের
যতো বেদনা, বিষতিক্ত সারাৎসার,
ডাহুক ও মানুষ যদিও পরস্পর বেদনার
এপিঠ-ওপিঠ, কিছুটা মানুষের, কিছুটা ডাহুকের
তবু মানুষ তো কখনো ডাহুক নয়
অথচ ডাহুক তার বেদনার সীমা- স্বর্গের কতোদূর,
কতোদূর- একজন মানুষকে নিয়ে যেতে পারে?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments