কবিতাজানালায় ঝুলে থাকে ভয়ার্ত বিকেল
কবিআসিফ আলতাফ
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
লিখার স্থানখুলনা
লিখার সময়১৮.০২.২০২০
4/5 - (2 votes)

মাঝখানে একটা বিশাল শূন্য এঁকে দিয়ে চলচ্চিত্রের দৃশ্যের মতো
আমার সকালটা চোখের পলকে বিকাল হয়ে যায়;

মাতৃগর্ভেই বিনষ্ট হয় একটি সম্ভাবনাময় গল্পের ভ্রুণ;

একটি অবিকশিত চাঁদ
তীক্ষ্ণ নখ দিয়ে খামচে ধরে নিমিষেই নিয়ে যায়
কালো ঈগল;

কোনো কোনো মানুষের
সকাল থাকে না;
দুপুর থাকেনা;
কেবল তার জানলায় ঝুলে থাকে
করনা রোগীর মতো ভয়ার্ত বিকেল;

তবুও একান্ত গোপনে
সদ্য কিশোরের মতো সে প্রেমপত্র লেখে
এবং পাঠিয়ে দেয় জীবনের খামে
সকাল
আর
দুপুরের নামে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments