কবিতাতোমার কাছে যেতে পারছি না
কবিঅর্ঘ্যদীপ চক্রবর্তী
বিষয়প্রেম, বিরহ, মৃত্যু
Review This Poem

কবিতা: তোমার কাছে যেতে পারছি না
লেখা: অর্ঘ্যদীপ চক্রবর্তী

যতবারই আমার চলে যাওয়ার ডাক আসছে
ততবারই আমি পারছি না যেতে,
শুধু তোমার ছবির দিকে তাকিয়ে থেকে যাচ্ছি।
তুমি তো থাকো আকাশে
অথচ আমি তোমার কাছে যেতে পারছি না
তোমার ছবি আমায় আটকে রাখছে
অর্থাৎ তুমি আসতে দিচ্ছ না।
তুমি আমায় আর চাও না?
আপনজন পরলোকে চলে গেলে
আর আপন থাকে না, না?
দেহ ছেড়ে মুক্তি পাবার পর সব ভুলে যায়?
সবাই যে বলে ভালোবাসা অমর
মৃত্যুর পরও ভালোবাসা বেঁচে থাকে,
কিন্তু তুমি পরলোকে যাওয়ার পরে কিছুই মনে রাখলে না?
কি নাম ছিল তোমার,
কে সঙ্গী ছিল তোমার,
এমনকি ভালোবাসাও?
তাই কি আমায় তোমার কাছে নিয়ে নিচ্ছ না?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments