বাংলা কবিতা, স্মৃতিবিভ্রম কবিতা, কবি আব্রাহাম তামিম - কবিতা অঞ্চল
কবিতাস্মৃতিবিভ্রম
কবিআব্রাহাম তামিম
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
লিখার স্থানযশোর
লিখার সময়১৮ নভেম্বর ২০১৯
3.3/5 - (3 votes)

দরজা খুলে দেখিনি মায়ারোদ্দুর
উজ্জ্বল হাসে তোমার আগুনমুখ
জল রঙে আঁকা অনাদৃত হাসি আর বেওয়ারিশ

স্বপ্নভাঙা ঘুমে তোমাতে হারাচ্ছি মহা উল্লাসে
চেতন
অচেতন
বিষক্রিয়ায় অথবা কাল্পনিক

মায়াবিষ জলে ভাসিয়ে শিল্পের ডিঙি
অদ্ভুত বিশ্বাসে মানুষের প্রেমে মজেছি

সন্ধ্যা হতে সন্ধ্যা হাওয়ার জলের ছিটা ধ্যানের কার্নিশে
গড়াতে গড়াতে একা মসৃণ নেচে ওঠো ব্রতভ্রষ্ট স্নেহে

আহা!
কঠিন তরল রক্তঝড়ে ছুটে যাও আলফা আলোয় শব্দকুয়াশায় বিলীন
শরীর আর প্রাণের আদিতে সন্ধ্যা এগিয়ে আসে তেজস্ক্রিয় মনোযোগে

কবিতায় তোমাকে পাই নারী বা শিথিলতা
যাপিত জীবনে সুখের দ্যুতি – গোপন কলহে

ভেসে ওঠো সম্মিলিত মায়ায় কচি প্রাণের কন্ঠে
তোমার শস্য মুখ অঙ্কুরিত আর খোঁপায় ডুমুরফুল
স্মৃতির ঘুঙুর হৃদপিণ্ডে ঘুরপাক;

ঘনঅন্ধকারে বুকে উর্বর বিষ হয়ে থাকো ছন্নছাড়া
ঘর কুড়ানো মানুষের ভিড়ে পরকালের মত গোপন

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments