কবিতাভালুক
কবিআবির আবরাজ
কাব্যগ্রন্থহাওয়া গুমসুম, ফুটো না কুসুম
বিষয়রূপক
4.7/5 - (3 votes)

আমার অ্যারোগেন্স থেকে জন্মাচ্ছে এক কালো ভালুক
আমি হাত বুলাচ্ছি তার লোমশ শরীরে
তার জিদের আওয়াজ লালামুখর—পৃথিবীতে ঝরছে
আমি তার দাঁতের শব্দ পাচ্ছি
সে ধীরে ছাড়ছে শয়ন
দুই পায়ে দাঁড়িয়ে মানুষের মতো
আমি তার শরীরে হাত বুলাতে বুলাতে নিজের মাংস প্রস্তুত করছি—
শুয়ে পড়ছি পৃথিবীতে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments