কবিতাজিন্দেগি আর ম‌ওত
কবিআব্দুল্লাহ আলী ইফতি
বিষয়প্রেম, বিরহ
লিখার স্থানবাকলিয়া,চট্টগ্রাম।
লিখার সময়১২:৩৩ ২২/১২/২৩
5/5 - (3 votes)

তুমি আমারে জিন্দেগি আর ম‌ওতের মানে বুঝিয়েছো
তবুও আমি ম‌ওত বেছে নিলাম।
তুমি আমাকে বৃষ্টি আর রৌদ্র-ফোঁটার দৃশ্য দেখিয়েছো
আমি বৃষ্টি বেছে নিলাম।

সমুদ্রের প্রান্তে আমি দেখতে চেয়েছিলাম সূর্যোদয়
অথচ তুমি দেখিয়েছো সূর্যাস্ত।
আকাশের বুকেও আমি উড়ে উড়ে দেখতে চেয়েছিলাম আমাদের শহরের মানচিত্র
অথচ তুমি আমার ডানা ভেঙে দিয়েছো।
নদীর তীরে বসে আমি তোমার সাথে চেয়েছিলাম আকাশের নক্ষত্র গুনতে
অথচ তুমি আমাকে নদীতেই ভাসিয়েছো।

অতএব—
আমি কোন এক কাফেলা থেকে হারিয়ে যাওয়া মরুর নিঃসঙ্গ বেদুঈন।
অতএব—
তুমি আমাকে আকাশের বুক থেকে মুছে ফেলে ছুড়ে মেরেছ জেরুজালেমের মিথ্যে ইতিহাসে।
অতএব—
তুমি আমাকে পুলসিরাতে একাকী ছেড়ে এসেছ।

আহা—তুমি আমাকে জিন্দেগি আর ম‌ওতের মানে বুঝিয়েছো
অথচ আমি ম‌ওত বেছে নিলাম
বেছে নিলাম নিঃসঙ্গ বেদুঈনের জীবন।
কিংবা— জেরুজালেমের মিথ্যে ইতিহাস
কিংবা— পুলসিরাতে পথিকের একাকী পারাপার।
আমি বেছে নিলাম ম‌ওত।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments