কবিতাচলে যাচ্ছি হাওয়া
কবিআব্দুল্লাহ আলী ইফতি
বিষয়প্রেম, বিরহ
লিখার স্থানবাকলিয়া, চট্টগ্রাম
লিখার সময়পঁচিশদুইদুইহাজারচব্বিশ রাত ৭টা
4/5 - (1 vote)

চলে যাচ্ছি হাওয়া—নিষ্প্রাণ হয়ে
অপলক দৃষ্টির সাথে সম্মতি জানিয়ে আমি চলে যাচ্ছি
হয়তো কখনও আর ফিরে আসবো না
ফিরে আসলেও বা কি আসে যায়
যে যার মত পরে থাকে জীবনের সাইকেল হাতে নিয়ে
আমি যাচ্ছি হাওয়া—
যেখান থেকে আকাশ দেখা যায় বহুদূর পর্যন্ত
যেখানে বসন্ত এসে থেমে গেছে হোঁচট খেয়ে
চলে যাচ্ছি আমি
যতদূর তোমার নিশানা নেই কোনো
ততদূর অব্দি আমি যাচ্ছি চলে
চলে যাচ্ছি হাওয়া—নিষ্প্রাণ হয়ে

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments