কবিতাকবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড
কবিআবদুল মান্নান সৈয়দ
কাব্যগ্রন্থকবিতা অঞ্চল - ১
4.2/5 - (4 votes)

এখানে কবিতা বানানো হয়।

সব ধরনের কবিতা।

রাজনীতিক কবিতা, সামাজিক কবিতা।

নাগরিক কবিতা, গ্রামীণ কবিতা।

প্রেমের কবিতা, শরীরের কবিতা।

স্বপ্নের কবিতা, বাস্তবের কবিতা।

চল্লিশের কবিতা, পঞ্চাশের কবিতা।

ষাটের কবিতা, সত্তরের কবিতা।

আশির কবিতাও আমরা বাজারে ছাড়ছি শিগগিরই।

কবিতার হাত, পা, মাথা, ধড়,

শিশ্ন, যোনি, চুল, নখ,

চোখ, মুখ, নাক, কান,

হাতের আঙুল, পায়ের আঙুল–

সব-কিছু মওজুদ আছে আমাদের এখানে।

স্বদেশি ও বিদেশি উপমা ও চিত্রকল্প,

শব্দ ও ছন্দ,

অন্ত্যমিল ও মধ্যমিল

লক্ষ লক্ষ জমা আছে আমাদের স্টকে।

ব্যাঙের ছাতার মতো আরো অনেক কবিতার কোম্পানি

গজিয়েছে বটে আজকাল। কিন্তু,

আপনি তো জানেনই,

আমাদের কোম্পানি ইতোমধ্যেই বেশ নাম করেছে।

আর ফাঁকি দিয়ে কি খ্যাতি অর্জন করা সম্ভব,

বলুন?

হ্যাঁ, আপনার অর্ডার-দেওয়া কবিতাটি এই-তো তৈরি হয়ে এলো।

চমৎকার হয়েছে।

ফিনিশিং টাচ শুধু বাকি।

একটু বসুন স্যার, চা খান,

কবিতার কয়েকটা ইস্ক্রুপ কম পড়ে গেছে আমাদের,

পাশের কারখানা থেকে একছুটে নিয়ে আসবার জন্যে

এখখুনি পাঠিয়ে দিচ্ছি লতিফকে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments