বাংলা কবিতা, রাজার মতো রাজা কবিতা, কবি উৎপল কুমার বসু - কবিতা অঞ্চল
কবিতারাজার মতো রাজা
কবিউৎপলকুমার বসু
4/5 - (1 vote)

রাজার মতো রাজা।
ভিনগ্রামেতে চলে গেলেন। কালোমহিষ বাহন।
পরনে সেই পরিচ্ছদ
যা আমরা জন্মকালে পরে থাকি।

মস্ত বড়ো চাষের ঢালু জমি।
অন্যদিকে নীল পাহাড়, বাদাম ক্ষেত-রাজ্যে তার।
একটি নদী, কয়েক ঘর
প্রজা এবং আত্মজন।

সন্ধেবেলা বুনোশুয়োর আগুনে ঝলসায়।
রাজা প্রকাণ্ড এই মহাদেশের গল্প বলেন।
এবং কোন স্রোতস্বতী পেরিয়ে গেলে প্রতি মানুষ
আকাশে যত নতুন তারা ওঠে–

দিন-ফুরানো কাঠের সাঁকো নানান লোকে ভারী।
রাজার মতো রাজা।
কালোমহিষ এ-পারে রেখে ঐ পারেতে গেলেন।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments