কবিতামরন
কবিতামিম রহমান সাবিত বনানী
বিষয়জীবনমুখী
লিখার স্থানমেরুল বাড্ডা,ঢাকা
লিখার সময়১৩এপ্রিল ২০২১
4.5/5 - (2 votes)

মরন মাঝে মাঝে আমায়
জাপটে এসে ধরে বলে,
চলো,চলো মোর সাথে।
আমি তখন পালাতে চাই
দূরে আর বহুদূরে।
তবু মরন পিছু নাহি ছাড়ে
বলে চলো,চল মোর সাথে।
আমি তখন মরনের কাছে
আকুতি-মিনতি করিয়া বলি,
আজ ছাড়িয়া দাও মোরে!
পরেরবার আসিলে নিশ্চিন্তে যাইবো
তোমার সাথে।
মরন তখন আমায় জিঙ্গেস করিয়া বসে,
ছাড়িয়া দিলে কি করিবি!
আমি বলি,স্বপ্ন এখনো পূরন করার
আছে অনেক বাকি,
দয়া করে আজ ছাড়িয়া দাও মোরে
আর কটা দিন থাকি!
মরন তখন আমায় হেঁসে বলে,
আজ ছাড়িয়া দিলাম তোরে,
পরেরবার আসিলে নিয়া যাব
মোর সাথে,
পালিয়ে পার পাবি না
স্মৃতির সরবরে,
আমি ছায়া হয়ে থাকিব তোর সাথে।
স্বপ্ন পূরন হইলে,
গলা টিপে হত্যা করিব তোরে॥

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments