কবিতাগ্রিটিং কার্ড
কবিপার্থ বসু
বিষয়প্রেম, বিরহ
লিখার সময়December 2023
Review This Poem

গ্রিটিং কার্ডটি ছিল সেদিন খাতার ভাঁজে রাখা,
স্বপন সেদিন ছিল শুধু তোমায় নিয়ে আঁকা।
এসে ছিলো নতুন বছর জ্বালিয়ে প্রেমের আলো,
ভেবে ছিলাম আমায় তুমি- সেদিন বাসো ভালো।
তখন ছিলো তোমার ১৫ সবে, হওনি ষোড়শী,,
সেদিন হৃদয় জুড়ে ছিলে তুমি আমার ই উর্বশী
পেরিয়ে গেল সে অনেক বছর ভাবছি তবু আজ
আজও বোধ হয় হয়নি খোলা গ্রিটিং কার্ডের ভাঁজ।
যত্নে রাখা সে স্বপ্ন গুলো মিলিয়ে গেলো কোথা?
আজ রূপকথার ঐ গল্প তুমি কল্পনা তে গাঁথা।
বলবো সেদিন আবার তোমায় হয় গো যদি দেখা,,
গ্রিটিং কার্ডটি ছিল সেদিন খাতার ভাঁজে রাখা।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments