কেগো তুমি?
কেগো তুমি
অপরূপা গোলাপের রঙে
রাঙানো মিষ্টি ভেজা ঠোঁট?
কেগো তুমি
ঝর্ণাধারার অনন্ত প্রবাহে
গুনগুন সুরের রাগিনী?
সম্পূর্ণ
কেগো তুমি
অপরূপা গোলাপের রঙে
রাঙানো মিষ্টি ভেজা ঠোঁট?
কেগো তুমি
ঝর্ণাধারার অনন্ত প্রবাহে
গুনগুন সুরের রাগিনী?
সম্পূর্ণ
আমি দেখেছি অমৃত-হ্রদে বিকশিত পদ্মফুল কে, খুঁজে পেয়েছি জীবনের সুখানুভবতা প্রতি পদে পদে।
ফুটেছি শতবার পদ্ম হয়ে সোনার পাঁপড়ি মেলে অমৃত ধারায়।
আর এই অমৃত হল মনের সৌন্দর্য।সম্পূর্ণ
পুষ্পে পুষ্পে রঙ ধরেছে অলিরা আসছে ধেয়ে, মনের কাছে আজ নেইকো মন তরী চলছে বেয়ে।সম্পূর্ণ
গোলাপ, তুমি কতই না সুন্দর! ভালোবাসবে আমায়? “দেহ আমার কাঁটায় ভরা- রক্ত ঝরলে কে নেবেসম্পূর্ণ
রাত-দিন চলছি উড়ে
নেই’কো ওড়ার শেষ,
ভূমি থেকে এক আকাশ
ডানা মেলে আছি বেশ।সম্পূর্ণ
ভাবনাগুলো যেন ছুটন্ত রেলগাড়ী-
চলছে সবে সারি সারি,
দাঁড়াবার কথা নেই, খুবই তাড়া-
এ কেমন গাড়ী মস্তক ছাড়া।সম্পূর্ণ
আমি যাচ্ছি গো সোনা
আমার কাব্যের পাখনা হয়ে
তোমার স্বপ্নের বাগানে-
ফুল হয়ে উঠবো ফুটে,
ছড়াবো মিষ্টি সুবাস –
তোমার কোমল পরশে।
সম্পূর্ণ