কবিতাবিষয়কাব্যগ্রন্থ
নন্দিতা
Added by: Taniya Das
বিস্তৃত মহাকাশে
Added by: Taniya Das

লালাসীত দেহের ভোগে, বুকের পড়ে মাথা রেখে সমুদ্র ফ্যানা অনুভব করেছে।
খোলা আকাশের নিচে যেমন করে মাথায় বাজ পড়ে,
উচ্ছিষ্ট নারীটি তেমনি রাস্তায় যাযাবর।
নরকের শহরে নাম হয়েছে তার “নন্দিতা”।
কায়ার পেছনে ছায়ার মতো,
সূর্যের পেছনে রাহুর মতো,
বর্তমানে তার প্রেতত্মাকেউ দেখতে পাওয়া যায়।সম্পূর্ণ