সবুজের মানচিত্র
পৃথিবীর সকল ধুলিকনার অভিমান বাসা বেঁধেছে এ শহরে
সকল মানুষ হারিয়েছে-তার বাঁচার স্বপ্ন,হতাশা নৌকা বহরে
আমি বাঁচতে চাই চিরসবুজ আমাজান বনের মতো
চির যৌবন নিয়ে বেঁচে থাকা অসীম সমুদ্রের মতো ।সম্পূর্ণ
পৃথিবীর সকল ধুলিকনার অভিমান বাসা বেঁধেছে এ শহরে
সকল মানুষ হারিয়েছে-তার বাঁচার স্বপ্ন,হতাশা নৌকা বহরে
আমি বাঁচতে চাই চিরসবুজ আমাজান বনের মতো
চির যৌবন নিয়ে বেঁচে থাকা অসীম সমুদ্রের মতো ।সম্পূর্ণ
এটা গ্রহ নক্ষেত্রের খেলা
এক চলিতমান সময়ের ভেলা
জীবনের হয়েছে জন্মলাভ-
নিয়ে ঢাল তরোয়াল ।সম্পূর্ণ
পবিত্র থাকুক আমার ভালোবাসা
আমি চাই সকল ফুল জীবিত থাকুক-
তার মাতৃ গর্ভে ,
সেই সাথে জীবিত থাকুক আমার ভালোবাসা ।
ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করার মতো
মানুষ আমি না !
তাই ফুলের বাগানে বিচরণের দাঁড়ায়
ফুলের থেকেও পবিত্র তোমার আত্মাকে ভালোবাসতে চাই।সম্পূর্ণ
তুমি দুঃখ দাও আবার ভুলে যাও
দুঃখ তো আমার কবিতার একটি অংশ
তুমি কাঁদাও আবার ভুলে যাও
তুমি তো আমার কবিতার একটি অংশ।
মুক্তিপাক সে সকল আত্মা
যারা এখনো মুক্তির দার খুঁজে পায়নি ।
অভিশপ্তর স্বাদ নিয়ে যারা এখনো
ভুল দরজায় কড়া নারে ।সম্পূর্ণ
বাতাস তোমার নির্মমতা আর আকাশকে কাঁদায় না
সে ভুলে গেসে কালো মেঘেদের অনূভুতি কে
আজ সে শরতের সাদা মেঘেদের ভেলায় চড়ে-
লুকোচুরি খেলে পাহাড়ের বুকে ।সম্পূর্ণ
রহস্যময় পৃথিবীতে অজানা ভ্রমণ আপেক্ষিক উদেশ্যে প্রাণের জন্ম
চিৎকার এখনো তার ভিতরে প্রতিধ্বনি তোলে কান্নায় তার প্রথম ভাষা।
অনুভুতি ভোঁতা হয়েগেছে হারিয়ে তার পূর্বের ঠিকানা
আবহাওয়াপীড়িত চেহারায় ঘৃণার কোন আভাস নেয়
ঘৃণাকে সে পাশ কাটিয়েছে ।
সব শক্তি যেন বেরিয়ে গেছে শরীর থেকে চোখ দুটো ঘোলাটে যেন,
চোখের সামনে বাস্তব কিছু নেই-মহাশুন্যে ভেসে বেড়াচ্ছে কিছু সৃতি।সম্পূর্ণ
মায়াবী দুটি চোখ তার –
ঘুমের সাগরে ডুবাই খানিক ,
চোখের পলোকে ঘুমের রানী
মায়ের আদরের স্বর্ণা মানিক ।সম্পূর্ণ
তোমার এই আঁকা রূপরেখা
কর্মফল দিবসে মুসলেখা
মাফ এ পাপ! মুছে যাবে সব
পার হবি দাড় মহা সমাহার ।সম্পূর্ণ
কত শত জ্ঞানী হারাইছে জানি
রাখিয়া গিয়াছে জ্ঞানের বাণী,
একের পরে এক সংখ্যা সাজায়
অদৃশ্য কোন শক্তি ছাড়ায়।সম্পূর্ণ