পৃথিবীর সকল ধুলিকনার অভিমান বাসা বেঁধেছে এ শহরে
সকল মানুষ হারিয়েছে-তার বাঁচার স্বপ্ন,হতাশা নৌকা বহরে
আমি বাঁচতে চাই চিরসবুজ আমাজান বনের মতো
চির যৌবন নিয়ে বেঁচে থাকা অসীম সমুদ্রের মতো ।সম্পূর্ণ

পবিত্র থাকুক আমার ভালোবাসা
আমি চাই সকল ফুল জীবিত থাকুক-
তার মাতৃ গর্ভে ,
সেই সাথে জীবিত থাকুক আমার ভালোবাসা ।
ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করার মতো
মানুষ আমি না !
তাই ফুলের বাগানে বিচরণের দাঁড়ায়
ফুলের থেকেও পবিত্র তোমার আত্মাকে ভালোবাসতে চাই।সম্পূর্ণ

আমি কি এখনও তোমার দেখা পাইনি
নাকি তুমি দেখা দাওনি, হে পরম আত্মা প্রশান্ত আত্মা-
আমি প্রস্তুত সেই চুড়ান্ত স্বাদ নিতে ,
যেখান মৃত্যু পথে আলিঙ্গন করে
মুক্ত করতে এই পৃথিবীর ছায়াপথ। সম্পূর্ণ

বাতাস তোমার নির্মমতা আর আকাশকে কাঁদায় না
সে ভুলে গেসে কালো মেঘেদের অনূভুতি কে
আজ সে শরতের সাদা মেঘেদের ভেলায় চড়ে-
লুকোচুরি খেলে পাহাড়ের বুকে ।সম্পূর্ণ

রহস্যময় পৃথিবীতে অজানা ভ্রমণ আপেক্ষিক উদেশ্যে প্রাণের জন্ম
চিৎকার এখনো তার ভিতরে প্রতিধ্বনি তোলে কান্নায় তার প্রথম ভাষা।
অনুভুতি ভোঁতা হয়েগেছে হারিয়ে তার পূর্বের ঠিকানা
আবহাওয়াপীড়িত চেহারায় ঘৃণার কোন আভাস নেয়
ঘৃণাকে সে পাশ কাটিয়েছে ।
সব শক্তি যেন বেরিয়ে গেছে শরীর থেকে চোখ দুটো ঘোলাটে যেন,
চোখের সামনে বাস্তব কিছু নেই-মহাশুন্যে ভেসে বেড়াচ্ছে কিছু সৃতি।সম্পূর্ণ

তেমনি করিয়া ভালোবাসা খুঁজি সম্পর্ক বিনা ,
সম্পর্ক ছাড়া ভালোবাসা সত্য কিতাবে লিখিতো জিনা ।
দুটি শরীর একটি মন,সেতো খনিকের আবেদন;
চাহিদা মিটিলে থাকেনা কোন মন,সেতো সাময়িক বিনোদন ।সম্পূর্ণ