রাজপথের প্রতিটি ধূলিকণা যদি সাক্ষ্য দেয়,
যদি না করে বেইমানি,
জনস্রােতে ভাঙবে অন্যায়ের বাঁধ,
বইবে উদ্দাম বাতাস,
বলবে তারুণ্য সমস্বরে,
“মুক্তি চাই, মুক্তি দাও”সম্পূর্ণ

গলিত-পচা-হিমায়িত জীবন্ত দেহ জুড়ে
পারফিউমের বিমর্ষ কণার বিস্মরণ,
মুখে তার কদাকার প্লাস্টিক হাসি
দু’চোখে কনজাঙ্কটিভাইটিস যন্ত্রণা।সম্পূর্ণ