সুবোধ বনাম বিপ্লব
2024-08-27
ফসল উঠে নাই ঘরে,
স্বাধীনতা, ক্ষণিকের ভুলে
বেহাত না হয়
মুখোশের আড়ালে…সম্পূর্ণ
ফসল উঠে নাই ঘরে,
স্বাধীনতা, ক্ষণিকের ভুলে
বেহাত না হয়
মুখোশের আড়ালে…সম্পূর্ণ
রাজপথের প্রতিটি ধূলিকণা যদি সাক্ষ্য দেয়,
যদি না করে বেইমানি,
জনস্রােতে ভাঙবে অন্যায়ের বাঁধ,
বইবে উদ্দাম বাতাস,
বলবে তারুণ্য সমস্বরে,
“মুক্তি চাই, মুক্তি দাও”সম্পূর্ণ
কেউ বলে পক্ষের মরেছে,
কেউ বলে বিপক্ষে মরেছে,
লাশের স্তুপে দাঁড়িয়ে আমি দেখেছি
শুধু মানুষ ও মানুষেই মরেছে…সম্পূর্ণ
গলিত-পচা-হিমায়িত জীবন্ত দেহ জুড়ে
পারফিউমের বিমর্ষ কণার বিস্মরণ,
মুখে তার কদাকার প্লাস্টিক হাসি
দু’চোখে কনজাঙ্কটিভাইটিস যন্ত্রণা।সম্পূর্ণ