বাংলা আমার বাংলা তোমার
বাংলা আমার যুদ্ধ ঘাঁটি, গর্জে উঠুন অন্যায় প্রতিবাদী
বাংলা তোমার বীর সন্তান, ক্ষুদিরাম ও নেতাজী।সম্পূর্ণ
বাংলা আমার যুদ্ধ ঘাঁটি, গর্জে উঠুন অন্যায় প্রতিবাদী
বাংলা তোমার বীর সন্তান, ক্ষুদিরাম ও নেতাজী।সম্পূর্ণ
ব্যবসায়ী মানুষ গুলো এই বেকারত্ব দুনিয়ায় –
কিছু দুষ্টু মালিকের পদ পেয়েছে।
ইনভেস্টের অতীত ঘাঁটলে তার দেখা যায়!সম্পূর্ণ
গ্রীষ্মে যখন বায়ুর ছেঁকা,গা পুড়ল!
উড়তে আকাশ পানে;
পাখিরা সব দলে দলে স্নান করল..সম্পূর্ণ
ভাঙা পুলের উপর আমরা প্রতিদিন –
আতঙ্কের জীবন হাতে যাওয়া আসা করি।সম্পূর্ণ
হে নির্লজ্জ, নিজেকে নিজেই ভেবেছো মহাবীর। তোমার এহেন আচরণে, প্রকৃতির চারিপাশ পশুর পরিচয় পায়।সম্পূর্ণ
ভোর প্রভাতে সূর্য মৃদু, সবুজ ঘাসে পা দাঁড়িয়ে –
চেয়ে আছি নীল আকাশ পানে।
কালি ভরা মেঘ উড়ে যায় মাথার উপর..সম্পূর্ণ
এ জনম, তুমি কি ভিখারী হতে চাও ?
ঘর দর ফুটপাত, যাযাবর ইচ্ছে সংসার সাজাও।।সম্পূর্ণ