অরূপ রাত্রির তৃতীয় প্রহর
চিরন্তন অন্ধকারের সাদা উল্কি পড়ে নির্জন রাতের অস্পষ্ট উপকথায়। তোমার প্রতারণার নকশায় জড়ানো ইন্দ্রজাল, অবিনশ্বরসম্পূর্ণ
অনাদিপ্রেম
তোমাকে ভালো না বাসলে… তোমাকে ভালো না বাসলে জানাই হতো না, কতোটা দহন, কতোটা বিসর্জনেরসম্পূর্ণ
কলকাতার প্রেম
তোমার সাথে হেঁটেছি কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধে মিশে, ক্যাফের ভিড়ে চায়ের কাপে খুঁজেছি তোমার মিষ্টিসম্পূর্ণ
যোনীপথের ক্রন্দন
রাতের শেষ প্রান্তে, বৈরুতের আগুনে পুড়ে যায় সাদা পতাকা, শুকরের রুমাল হাতে বিবেকের পাঁচিলে দাঁড়িয়েসম্পূর্ণ
আমার রাত পোহালো
আমার রাত পোহালো, তারা গুলি মিটমিট করে, তোমার স্মৃতির আভায়, আবেগের রঙে ভরে। বিরহের দহনসম্পূর্ণ
মায়ের শাড়ির রঙ বদলায়
পৃথিবীর সবকিছুই আপেক্ষিক, মৃত্যু তেমনই— তবু সবসময় ভুলে যাই, মায়ের শাড়ির রং বদলায়, আর তারসম্পূর্ণ
ধর্মের বাণী
ধর্মের বাণী আসে চিরন্তন সত্য হয়ে, মানুষের হৃদয়ে বাজায় অনন্ত প্রেমের সুর, পাথরের মাঝে খুলেসম্পূর্ণ
তোমাকে দেখি না
“যে কথা তোমার চোখে চোখ রেখে বলার কথা, সে কথা বলি ভাঙা পার্কের বেঞ্চকে। তুমিসম্পূর্ণ
এখানেও প্রেম হয়
যেখানে লালনের একতারার নিনাদে মিশে থাকে অন্তর্গত তত্ত্বের সূক্ষ্ম সুর। প্রেম যে, লালনের সাধনায় শুধুসম্পূর্ণ