জীবন প্রদীপ
2022-07-22
জীবন প্রদীপ নিভে গেলে
যাবে অসীম দেশ,
দুনিয়াতে এ ভেবো না
এইতো আছি বেশ।
সকল স্মৃতি ভুলে দিয়ে
জীবন হবে গুম!
কবর মাঝে শুয়ে শুয়ে
দিও শান্তির ঘুম।সম্পূর্ণ
নিবেদিত প্রেম
2022-07-19
কবিতার ছলে পাঠালাম খুলে
নিবেদিত মোর প্রেম,
মনের বাসনা ফিরিয়ে দিয়োনা
যেন এক কথা ফ্রেম।
কাছে বড়জোড় ডেকে নিস তোর
বাসি তোরে খুব ভালো,
অখিল সাজাবো গহিনে রাখিবো
জ্বলে মনে সুখ আলো।সম্পূর্ণ
গরিবেই মনের রাজা
2022-07-18
নতুন মিশন আধুনিক সব
গরিব হচ্ছে বেকার,
আজব ভুবন সব পাল্টাচ্ছে
খবর লয়যে কে কার?
এই নীড়ে আমিও রাজা
বৃষ্টি এলো ঝুম,
সব ভুলে তাই খুশি মনে
দিলাম শান্তির ঘুম!!সম্পূর্ণ