আনমনা ভাবনায় তাকিয়ে আছি
ভাবতে ভাবতে অন্ধকার নেমে এলো
জোনাকেরা গানের আসর জমালো
মিটি মিটি আলো আর স্নিগ্ধ সুর আমাকে বিমুগ্ধ করেছে
এই বুঝি আবার প্রেমে পড়ে গেলাম সম্পূর্ণ

হে শীত হিম শীত
এসো না মোর ঘরে
চাল নেই চুলো নেই
কেমনে রাখি তোমারে।
ক্লান্ত শ্রান্ত এই আমি
নগ্ন তনুতে ঘুরি
কৃষ্ণাঙ্গ তকে শেতাঙ্গ
মৃত্তিকা লেপ্টে জুড়ি।সম্পূর্ণ

আর একবার সুকান্ত আসুক ফিরে
আর একবার স্লোগান দিক আঠারোর।
সুকান্তরা আসুক দেখুক হাসুক
আবার জয় করুক আঠারো কে
আবার আঠারো আসুক নেমে বাংলার বুকে।সম্পূর্ণ

দেখা দিয়ো স্নান ঘাটে
ঘোমটা ফেলে রেখে
আউলা কেশে দেখবো তোমায়
নয়নে সুরভি মেখে।
লম্বা কেশ,চিরল দাঁত
টোল পড়া হাসি
ফরসা তনু, কুঁচকো ভুরু
নদী জলে ভাসি।
আয়নার মতো দেখবো আমি
তোমার উপমা প্রিয়
দেখা দিও একবার আমায়
আপন করে নিও।
সম্পূর্ণ