শুভ জন্মদিন জান্নাত
অপরূপ এই ধরনীর বুকে
তোমাকে পেয়েছি প্রিয়তম
তোমায় পেয়ে;পেয়েছি আমি
আমার আত্মার দম। সম্পূর্ণ
অপরূপ এই ধরনীর বুকে
তোমাকে পেয়েছি প্রিয়তম
তোমায় পেয়ে;পেয়েছি আমি
আমার আত্মার দম। সম্পূর্ণ
আনমনা ভাবনায় তাকিয়ে আছি
ভাবতে ভাবতে অন্ধকার নেমে এলো
জোনাকেরা গানের আসর জমালো
মিটি মিটি আলো আর স্নিগ্ধ সুর আমাকে বিমুগ্ধ করেছে
এই বুঝি আবার প্রেমে পড়ে গেলাম সম্পূর্ণ
এ উদাস পৃথিবীতে মৃত্যু এক অবিচ্ছেদ্য অংশ
যার কারো সাথে কোনো ঠিকঠাক সম্পর্কে উঠে নাসম্পূর্ণ
খুলিয়া গিয়াছে দক্ষিণা বাতায়ন
কাটিয়া গিয়াছে শীতল আলাপন ;
ভরিয়া গিয়াছে সকল জ্বালাতন
হাত বাড়িয়েছে সুখের কলতান।
সম্পূর্ণ
কৃষ্ণ-চূড়ার ফুল ফুটেছে
লাল হয়ে ডাল
রাত পোহালেন শুনা যাবে
পাক বাহিনীর কাল।সম্পূর্ণ
আর একবার সুকান্ত আসুক ফিরে
আর একবার স্লোগান দিক আঠারোর।
সুকান্তরা আসুক দেখুক হাসুক
আবার জয় করুক আঠারো কে
আবার আঠারো আসুক নেমে বাংলার বুকে।সম্পূর্ণ